এ জীবনে পূর্ণতা বলে কিছুই নেই,
যত পূর্ণতা স্বপ্নের ঘোরে
বাস্তবতা শুধুই মরীচিকা।
জানি জীবনের পূর্ণতা সবার আসে না।
জীবনের নাকি উত্থান-পতন সব-ই থাকে ?
আমি,পতন ছাড়া কোন কিছুরই অস্তিত্ব পাই না।
তবুও যারা হাল ছাড়েনি
কোন এক গোধুলি বেলায়,
সফলতার চুড়ায় উর্ত্তীন্ন হয়েছে,
জীবন সংগ্রামের রক্তিম পতাকা।
কতটা কি? আর লিখে বুঝানো যায় ?
চারদিকে এত হাহাকার ঊম্মাদনা !
উশৃংখল জীবনে বেহায়াপনা
আমি যে এর কিছুই পারি না!
এত না পাওয়ার মাঝেও আমি হতাশাচ্ছন্ন নই।
কারণ, আজও সফলতার রঙিন স্বপ্ন
আমার দু'চোখ জুড়ে।।