আমার স্বপ্নের আকাশে তখন
একটু একটু করে জমা হচ্ছিল নীল।
স্বপ্ন পাখি আসবে বলে।
দীর্ঘদিন ধরে একটা একটা করে
স্বপ্ন সাজিয়ে গড়ে তুলে ছিলাম আমি
আমাদের স্বপ্নপূরীর কুঁড়ে ঘর।
সেখানে থাকবে তুমি
থাকব আমি
আর থাকবে আমাদের হাসিকান্না।
ভেবেছিলাম –
সেই অনন্ত নীলের নিলীমা মাঝে
ভেসে বেড়ানোর যাত্রী হব।
কিন্তু হঠাৎ
কতগুলো কালো মেঘ
ছুটে এল! ঘিরে ধরল তাকে।
শুরু হল বৃষ্টি ;
সঙ্গে দমকা বাতাস।
উড়ে গেল আমার কুঁড়েঘর।
রইল পড়ে
হতাশার ফ্যাকাশে আকাশ।
দুচোখ থেকে ঝরে পড়ল
দুফোঁটা নোনা জল।
সূর্যের আলোয় তা
চকচক করে উঠল।
ভাবলাম –
দুফোঁটা চোখের জলের ও
মূল্য আছে।
শুধু দাম নেই আমার
একটু স্বপ্নের,
একটু আশার,
একটু ভালোবাসার ।।
তবুও অধরা, নিশিকাব্যের পঙতিতে
অবুঝ মন তোমায় ভালবাসে,
তোমার শব্দের শেষ ছোঁয়াতেও
মন সাজে কাব্যে,
তোমার প্রাচীরে বন্দী নিজেই
মন অবুঝ হাসে।।