স্বপ্ন পাখি তুমি ভাল বলে স্বপ্নের এই রাত
পূর্ণিমায় প্লাবিত হয় , আলোকিত মনভূমি ;
দীর্ঘ সময় পাড়ি দিয়ে , অনেক দূরত্বে থেকেও
আমাদের নৈকট্য চিরন্তনী ।
স্বপ্ন পাখি তুমি ভাল বলে
অচেনা সেই স্বপ্নপূরে আমি বসে থাকি একা ,
স্বপ্ন পাখি তুমি ভাল , কতটা ভাল জানি আমি ,
জানে আমার এ মন , তাই স্বপ্ন পথের দিকে
হেটে যেতে যেতে দেখি স্বপ্নের আলোয়
রাঙা ভোর । তোমার আস্তিত্বে পৃথিবীর
মূহুর্তগুলো অপার্থিব মনে হয় ,
মনে হয় -তুমি কতটা বর্ণিল , স্বপ্নময় ।
দক্ষিণা বাতাসে ভেসে আসে অচেনা এক মন্ত্র
তোমার সূরের স্বপ্ন ছোঁয়ায় ।
স্বপ্ন পাখি তুমি তোমার মত ভাল তাই আর ভালত্ব
খুঁজি না তুলনার , যা কিছু সঞ্চয় ভালত্বের -
তোমার জন্য পবিত্র করে রাখি , অমলিন রাখি
আমার সকল স্বপ্ন গুলো।
হেরে যাই তোমার কাছে , নিজের কাছে ,
পার হয়ে দ্বিধা দ্বন্দের যতকথা, বারে বারে ,
মনে মনে ছুটে যাই তোমার কাছে ।
স্বপ্ন পাখি তুমি ভাল একজন আছো আমার জীবনে
তাই কাঙালের ধন তোমাকে রাখি মনে অনুক্ষণ ,
সকল পাওয়ার উর্ধ্বে উঠে শূণ্যতায় হারাই , যেখানে
নিষ্পাপ এক স্বপ্ন ছবি আছে ধ্যানে তাকে
স্বাগত জানাই ।
স্বপ্ন পাখি তুমি ভাল , খুব বেশী ভাল তাই
সত্য সুন্দরের সন্ধানে দূরে যেতে হয় না
আমায় ,তোমার মাঝেই বন্দী হয়ে থাকি স্বেচ্ছায় ।
পলে পলে হারিয়ে দাও অজান্তে --
সে অভিযোগ লিখে রেখ অন্তরের আলোয়
সান্তনায় ভরে প্রান আমার।
স্বপ্ন পাখি তোমাকে গন্তব্য করে
পথ চলি মনে মনে , যদিও তার সঠিক ঠিকানা
জানা নাই , তবু অশেষ আমার এ পথ চলা ক্লান্তিহীন ,
স্বপ্নপূরী আমার অপার আনন্দময় ।