আর মেঘ মেঘ খেলা নয়, এবার এসো জলে ভিজি।
উল্লসিত বৃষ্টির জলে! সবুজ প্রকৃতির কাছে হার মানি।
উন্নত চিত্তে, প্রেমের অবগুন্ঠনে গড়ে তুলি মহাদেশ।
যেখানে রাজা, রাজ্য এবং রাজত্ব,
সবই শাসিত হবে ভালবাসার গৌরবে কিংবা মমতার মাধুর্যে !
এসো, নোনা জলের সফেদ তরঙ্গের কাছে হার মানি।
হার মানি শুভ্রনীলের ঐ দূর দিগন্তের কাছে।
দূরত্ব থাকবে, মাইল কিংবা কিলোমিটারে।
কিন্তু ভালবাসা থাকবে গহীনে, হৃদয়ের খুব গহীনে!
যেখান থেকে ছায়াচিত্র অঙ্কিত হয়, ভালবাসার আলোল ছায়াচিত্র।
বাঁচুক পবিত্র ভালবাসায় উদ্ভাসিত সেই ক্যানভাস!
যেখানে অবিশ্বাসের ঘনীভূত মেঘ
কখনো কালো ছায়া ফেলবেনা।
যেখানে ত্যাগ কিংবা রক্তারক্তি বোঝাপড়ায়
আলোকিত হবে একটি অন্ধকারে নিমজ্জিত পৃথিবী।
এসো হাতে হাত রাখি, হারিয়ে যাই অজানার সেই পৃথিবীতে!
যেখানে হারানোর কোনো ভয় নেই, আছে শুধু নন্দিত অনুভূতি।
আমি ওটুকুন আনন্দে বেঁচে থাকবার আশায় বেঁচে আছি।
আমি তোমাকে ভালবাসবার জন্যে নিজেকে ভালবাসি।
আমি যে সত্যি, সত্যিই তোমায় ভালবাসি।
"এ কবিতাটির আবৃত্তি শুনতে পাবেন ইউটিউবে। আপনি ইউটিউবে সার্চ করে নিতে পারেন (হৃদয় কথন অথবা Hridoy Kothon) অথবা মোহাম্মদ ইকবাল হোসেন লিখে। আশা করি পেয়ে যাবেন।ধন্যবাদ।"