হঠাৎ তোমায় দেখি আমি
বৃষ্টিভেজা চোখে
শ্রাবণ দিনের মিষ্টি মেঘে
সুহাসিনী রূপে।
কাজলা কালো চোখ যে তোমার
রূপের বাহাদুরি
শ্যামল বরণ মেয়ে তুমি
যেন মেঘলা পরী!
মেঘলা পরী নামটি নূতন
মেঘের দেশে থাকে
আকাশ থেকে নামলে পরে
চলে এঁকেবেঁকে।
(শব্দ সিঁড়ি)