বর্ষা শেষে চাষী ভাইরা বীজ ফেলেছে ক্ষেতে
সেই বীজে চারা গজাবে আগমনী এই শীতে।
ইতোমধ্যে ধানের জমিন হালচাষ দিয়ে সারা
এরপরে যে কৃষক মোদের পুঁতবে ধানের চারা।

ফেলবে সার, ঢালবে জল,  রোয়া জমিনটিতে
দিন কয়েক পর সেই জমিনটি হবে নিড়াতে।
তিন মাসের খাটুনি শেষে পাকবে যখন ধান
সোনালী ধানের ভরা ক্ষেতে  জুড়ায়ে যাবে প্রাণ।

ব্যস্ত মা,বোন উঠোন জুড়ে ধান শুকাবে বলে
পাকা ধানের গন্ধ পেয়ে আনন্দ জনে জনে।
নতুন ধানের পিঠা-পায়েস খাবে ঘরে ঘরে
গ্রাম বাংলার সুখী মানুষ গাইবে দেশের তরে।


(কিছুদিন আগে খুঁজে পাওয়া এই কবিতাটি ১৯৯৯ইং সালে লেখা। সেদিন  ছিল শুক্রবার। সময় ছিল রাত ১২ টা ৪২ মিনিট।)