কবিতায় যাহা আছে
            গল্পে তাহা মিছে,
                    সৃষ্টি সেথায় সাজে
                          প্রতিভা যেথায় যাচে।

জ্ঞানীর কলমে যাহা ফুটে
          সাধারণে তাহা লুটে,
                     আনন্দ সেই সৃষ্টিতে
                             জনে জনে যাহার খোঁজে ।

সৃষ্টি তাহাই হয়
      যাহা যথেচ্ছ নয়,
             সৃষ্টি তাহারে বলে
                  যাহা জাতির কল্যাণে।


(শব্দ সিঁড়ি)