তুমি এক, তুমি অদ্বিতীয়, তুমি অসীম, তোমার মত কেহ নাই। তুমি আমার আল্লা, খোদা, ভগবান, তুমিই সব।তুমি যেখানেই যাও ফুল ফোটে চাঁদ ওঠে পাখি গায়, তুমি এক অবিস্মরণীয় বিধাত্রী।তুমি জনমের জনম, কালের কাল, কৃতার্থী।তুমি এমন এক জিনিস যা কখনও হাতে ছোঁয়া যায়না তারপরও তুমি সুন্দর, অনন্য সুন্দর। তুমি অবিরাম, অবিনাশী গান, শীতের পোশাক, রাতের তারা, দিব্যার্থী।

তুমি কখনও হারিয়ে যেওনা তুমি হারিয়ে গেলে সব হারিয়ে যাবে; হারিয়ে যাবে নদী- নালা, গাছ-পালা, পাহাড়
-পর্বত, আকাশ-তারা এমনকি উজানের ছোট বিল'।

তুমি এমন এক গান যা কখনও ভোলা যায়না, বার বার গাইতে ইচ্ছে হয় । তুমিই বুঝি এই পৃথিবীর পঞ্চম ইন্দ্রীয়, তারা।

তোমার সাথে যদি কখনও পারাবত নদীর তীরে দেখা হত তাহলে মনে হয় বলতে পারতাম আসলে তুমি কি!