আর কেউ ভালবাসুক আর না বাসুক তুমি বেসো; আমি যে তোমাকেই সবচেয়ে বেশি ভালবাসি। তুমি সবচেয়ে সুন্দর।
তোমাকে দেখলে কবিতাকে কবিতা মনে হয়না, লহরকে লহর।
আজিম শহরে এক নারী বাস করে নাম শ্বেতা তুমি তার চেয়েও সুন্দর।
তুমি পদ্মার পাড়ে একদিন হাঁটতে যেও সবচেয়ে সুন্দর ফুলটি উপহার পাবে।