যা কিছু দেখি ভাল লাগে।
সবচেয়ে ভাল লাগে তোমাকে।
তোমাকেই বলি, সবচেয়ে সুন্দর ফুল।
আকাশে তিনটি তারা ফুটেছে।
সবচেয়ে সুন্দর ' চিত্রলেখা'।
তুমি তার চেয়েও সুন্দর।
দেখেছি মহানন্দা, দেখেছি শীতলক্ষ্যা।
তুমি সবচেয়ে সুন্দর।
ভাল বাসতে বাসতে যেন মরন হয়।
মরলে বলব, তোমার মত একজনকে দেখে মরেছি!