(১)ভালবাসি ভালবাসি
ভালবেসেছি বলে সব সুন্দর। সবচেয়ে সুন্দর আকাশের তারা।সেটিও আজ সুন্দর।
তুমি কেন এত ভালবাসা দিলে!
তুমি আমাকে আরও ভালবাসা দাও যেন আমি মরতে পারি।ভালবাসার জন্য মরণও ভাল।
(২) কোন একজনা
দক্ষিণ দিকে তাকালে মনে হয় কিছু নেই। উত্তর দিকে তাকালে মনে হয় কিছু নেই। শুধু পূর্ব দিকে তাকালে মনে হয় কিছু আছে। কারন, তুমি সেখানে আছ।তুমি কেন এমন? তুমি সব দিকে থাক। তুমি থাকলে সব সুন্দর।
তুমি আমাকে সে কবিতাটি শোনাও যে কবিতাটি সবচেয়ে সুন্দর। সে কবিতাটি শিরি ফরহাদকে শুনিয়েছিল।তাইতো ফরহাদ শিরিকে ভালবেসেছিল।আমিও তোমাকে ভালবাসতে চাই তুমি আমাকে সে কবিতাটি শোনাও।