(১) ভালবাসি
ভালবাসি তাই ভাল লাগে।
সবচেয়ে বেশি ভাল লেগেছিল কমলাকে যে কমলাকে আমি অনেক ভালবাসতাম।
কমলা তুমি সুখী হও
আমি সুখী;
আমি চিরদিন তোমাকে ভালবেসে যাব।
(২) বিরহের দ্যুতি
আমি কাল হেসেছিলাম, আজ আর হাসিনা।
কেন?
আজ আমার মন খারাপ।
কেন?
কোন একজন আমাকে ভালবাসি বলবে বলেও বলেনি।
এমন একটি দিন কেন আসল সেটাই চিন্তার বিষয়।
এমন একটি দিন যাতে আর না আসে সেজন্য আমি নিরঞ্জনের কাছে প্রার্থনা করব।
(৩) তুমি আমার হলুদিয়া পাখি
এই যে দেখ আকাশ, এই যে দেখ বাতাস, এই যে দেখ নদীর ঢেউ ; সব তোমার কথা বলে।
তুমি কেন এত সুন্দর?
নিশ্চয়ই তোমার গায়ে পাখি প্রস্রাব করে।
আমার গায়ে কবে পাখি প্রস্রাব করবে সেটাই দেখার বিষয়।
পাখি' প্রস্রাব করার সময় পাখি'কে বলব এমনভাবে প্রস্রাব কর যেন আমার গায়ের এক ইঞ্চি জায়গাও বাকী না থাকে।