চল হারিয়ে যাই।এমন কোন দেশে হারিয়ে যাই যেথায় কেউ নাই। আমরা শুধু দুজন দুজনকে দেখব।আমাদের দিন অশেষ আনন্দে যাবে।
এমন একটি দিনের জন্য কি মোনালিসা অপেক্ষা করেছিলেন?
হ্যাঁ অপেক্ষা করেছিলেন।
তাইতো তার দিন অনেক আনন্দে গিয়েছিল। আমরাও অপেক্ষা করতেছি আমাদের দিনও অনেক আনন্দে যাবে।
আমাদের চাওয়ার কিছু থাকবেনা, পাওয়ার কিছু থাকবেনা। আমরা শুধু বলব, কলমী লতা সুন্দর;কলমীলতা যে কাউকে না বলতে পারেনা।কলমীলতা একবার কাউকে না বললে তিনবার হারিয়ে যায়।সে বলবে, আমি একবারও কাউকে না বলবনা একবারও হারিয়ে যাবনা।