সুপর্ণাকে ভালবেসে একটি ছেলে বলেছে, আমি জীবন দেব।
সুপর্ণাকে ভালবেসে একটি ছেলে বলেছে, আমি লংকা যাব।
সুপর্ণাকে ভালবেসে একটি ছেলে বলেছে, আমার আর কোন চাওয়া নাই।
কামাল সেই সুপর্ণাকে চাবে।যদি তার হয় তাহলে তাকে হাতের ফুলটি দেবে।
কামালঃ সুপর্ণা, সুপর্ণা তুমি কই?
সুপর্ণাঃ আমি এইতো।
কামালঃ সুপর্ণা তুমি আমার হও।
সুপর্ণাঃ আমি তোমার।
কামালঃ ধর হাতের এই ফুলটি নাও।