সেদিন আকাশটা অনেক নীল ছিল। সেদিন তুমি আসলে, কত কথা।
সেদিন তোমাকে একটি ফুল দিয়েছিলাম, সে কথাও মনে পড়ে।
সেদিন তোমাকে নিয়ে হাওয়াই দ্বীপে ঘুরতে গিয়েছিলাম ; হঠাৎ তুমি একটি নীল প্রজাপতি দেখে আঁতকে উঠলে; সেকি আনন্দ আমার।
সেদিন লঞ্চে উঠেছিলাম।হঠাৎ তুমি একটি হেঁচকি দিলে। আমি ভয় পেয়ে গেলাম। তুমি বললে, এতো হেঁচকি নয়, এতো ভালবাসা।


সেদিনটির কথা মনে পড়লে আমি বিহবল হয়ে যাই। সেদিনটি যদি জীবনে আবার আসত!