(১) ভালবাসার কবিতা
তুমি আমাকে ভালবাস কিনা বল।
তুমি যদি আমাকে ভালবাস তোমাকে সবচেয়ে সুন্দর ফুলটি উপহার দেব।
সে ফুল পেয়ে তুমি হাসবে।
আমি বলব, আমার কবিতা হেসেছে।
(২) সুরভী-২
আমি ভালবাসি কলকাতার সুরভীকে যে সুরভী অনেক সুন্দর।
একদিন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তুমি আমাকে ভালবাস?
বলে, না।
আমি বললাম, কেন?
বলে, তোমার চোখ সুন্দর নয়।
আমি সেই থেকে আমার চোখ সুন্দর করার প্রচেষ্টায় আছি।
ও পাড়ার অঞ্জন বলেছে আমার চোখ সুন্দর হবে আগামী মাসের বাইশ তারিখ।
আমি সেই দিনের অপেক্ষায় আছি।