কে তুমি পথের ধারে দাঁড়িয়ে থাক?
কে তুমি আমার ছবি আঁক?
সেই তোমাকে চিনতে পারলানা।
সেই তোমাকে চিনতে পারলে এমন একটি ফুল দিতাম যে ফুলের কোন তুলনা নাই।
সে ফুলটি কোথায় পাব?
সে ফুলটি যদি মঙ্গল গ্রহে থাকে মঙ্গল গ্রহে যাব, তবু আমার সে ফুলটি চাই।
সে ফুলটি না দিলে যে কিছুই ভাল লাগবেনা।
সে ফুলটি নেয়ার সময় তুমি কোন হাতে নেবে? তুমি বাম হাতে নিয়ো, বাম হাতই যে আমি বেশি ভালবাসি।
নেয়ার সময় আমার ঠোঁট আলতো করে ছুঁয়ে দিয়ো।কারণ, ঠোঁটে ভালবাসা থাকে।ভালবাসার গান যে গাইতে হয়।ভালবাসার গান না গাইলে কি হয়?
ভালবাসার গান যারা গেয়েছিলেন তারা বিখ্যাত হয়েছিলেন।লাইলী, মজনু...সকলে বিখ্যাত।আমিও বিখ্যাত হতে চাই।
তুমি আমাকে বিখ্যাত হওয়ার একটু সুযোগ দিও!