(১) ভালবাসা-২১
তোমাকে প্রথম কবে দেখেছিলাম মনে নেই, শুধু মনে পড়ে সোমবার দেখেছিলাম।
সেই সোমবার আজ আসল, কি আনন্দ!
এমনি করে সোমবার যদি প্রতিদিন আসত।
(২) ভালবাসা-২২
প্রিয়া আমার কান্দে কেন বাজার থেকে একটি ফুল এনে দেইনা।
বলি, তুমি আর কেন্দোনা বাজার থেকে একটি ফুল এনে দেব।
বাজার থেকে একটি ফুল এনে দেই।কিন্তু প্রিয়া আমার নাখোশ।বলে, ফুল কেন ছোট?
এরপর বাজার থেকে এক বিশাল বড় ফুল এনে প্রিয়াকে দেই।এবার প্রিয়া আমার বেজায় খুশি।
এরপর আমার আনন্দ আর ধরেনা।