যে ফুল ভালবাসি  সে ফুল তুমি।
তুমি কত সুন্দর!
তুমি যেন এথেন্সে ফোটা ফুল।

তোমাকে ভালবাসতাম সে কথা জানত ডায়না।
তোমাকে ভালবাসতাম সে কথা জানত মোনালিসা।
বলে, আরও ভাল বাসলেনা কেন?

তোমাকে ভাল বাসতে বাসতে আমি  মরে যেতে চাই।
মরেও বলব, আমি অমর হয়েছি।


হতে হতে বাবর, আজম হয়েছি।
তোমাকে ভুলিনা।
তোমাকে নিয়ে যেন হাজার বছর বাসর গড়তে পারি।

স্বর্গে ছিলাম।সেখানে কেউ ছিলনা।
তুমি ছিলে।
সেখানে আমি তিনটে দিন বাস করেছিলাম।

আরও একদিন বাঁচব।
সেদিন তোমাকে ভাববো।
তোমাকে পেয়ে বলব, এমন একটি দিন যেন প্রতিদিন আসে।


তোমার হতে হতে রাফলেশিয়া হয়েছি।
রাফলেশিয়া বলে,  আমিও এমন নই।