(১) ভালবাসা মিষ্টি নীল আকাশ

বলতো সবচেয়ে সুন্দর ফুলটি কি?
গোলাপ।
সেটি কে কাকে দিয়েছিল?
সেটি কামাল রানীকে দিয়েছিল।
তাদের মধ্যে ভালবাসা হয়েছিল?
হ্যাঁ।

আমি তোমাকে সে ফুল দেব;
আমাদের মধ্যে ভালবাসা হবে;
আমাদের আনন্দে দিন যাবে।

(২) তুমি যে  আমার কবিতা -১৩

তোমাকে আমার এত ভাল লাগে কেন?
তুমি ভিন্ন জিনিস দিয়ে সৃষ্ট।

সেই ভিন্ন জিনিসটির সন্ধান করি।

সেই ভিন্ন জিনিসটির সন্ধান পেলে বলতাম, পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলটি পেয়েছি এখন আমায় কে কি দেবে?
ও পাড়ার ললিতা তার চুলের সুঘ্রাণ নিয়ে আসত আমি বলতাম, ভালবাসি।