(১) ভালবাসা কোন বাগানের ফুল!
নদী'র নাম মধুমতী, শুধু বয়ে চলে। বয়ে বয়ে তোমার কথা বলে।সেই তুমি আমাকে ভালবাসলে।এ যে কত আনন্দের খবর তা কেমন করে বোঝাব।
আমি আবার যেদিন সাংহাই যাব তোমাকে সাথে নেব।সেখানে সবচেয়ে সুন্দর ফুলটি দেখব।সে ফুল দেখে দেখে তুমি আমাকে বলবে ভালবাসি আমি তোমাকে বলব ভালবাসি, এভাবে দিন যাবে ; আমাদের আনন্দের কোন সীমা থাকবেনা।
(২) ভালবাসি লাল রক্তগোলাপ
আমার দুচোখে তুমি , পরাণে তুমি ; তুমি ছাড়া কিছু ভাল লাগেনা।
তোমাকে দেখলেই একটি ফুল দিতে ইচ্ছে হয় কেন? তোমাকে দেখলে কেন মনে হয় ঈশ্বরের বিশেষ সৃষ্টি? তুমি কেন হাস মুক্তোর মত? তুমি কেন হাস সুবলার মত?
তুমি কেন রঙিন সুরে কথা কও? তুমি কেন হাস্নাহেনার সুরে নাচ?
এসবের মনে হয় বিশেষ কোন কারন আছে। সেই বিশেষ কারনটির সন্ধান করি।