(১) ভালবাসা একটি মধুর বুলি


কখনও ভালবাসিনি।
আজ ভালবাসলাম।
কি আনন্দ আমার!
এমনি করে চিরদিন ভালবেসে যেতে চাই।

(২) নীল আকাশ

আকাশ একটা নীল।
সে নীল তোমাকে দিলাম।
তুমি বললে, ভালবাসি।
আমি সে নীল নিলুম।