(১) তুমি যে আমার কবিতা
তুমিতো বলেছ তুমি আসবে, তুমি আসলেনা।এসেছে তোমার ছায়া। তুমি এমন কেন! তুমি কেন ছায়াকে পাঠালে!
তুমি একদিন এসো। সেদিন তোমার বিচার করা হবে। সে বিচারে যদি তোমার মৃত্যুদন্ডও হয় তা দেয়া হবে।। কারন তোমাকে ছাড়া আমার কিছুই লাগেনা।
(২) মরা
মরার আগে একজনকে বলেছিলাম ভালবাসি।
সে তখন আমাকে ভালবেসেছিল।
এখন আমার মনে হচ্ছে, সে মরার দিন যদি আবার আসত।