(১)
পৃথিবী? সুন্দর
আকাশ? সুন্দর
নদী? সুন্দর
পাহাড়? সুন্দর
সবচেয়ে সুন্দর কি? তুমি। সেই তোমাকে ভালবাসি যেই তুমি অনেক বেশি সুন্দর
তুমি আমায় একবার বল তুমি আমার হবে কি?
যদি না হও মোর আমি পরব মরণ ফাঁসি
জানি তুমি হবেনা মোর কষ্ষিণকালেও
তাইতো আমি ভাসি, সারাক্ষণ শুধু দুঃখে ভাসি।
এ দুঃখের শেষ কোথায়?
জানি দুঃখের কোন শেষ নেই তাইতো আমি ভাসি, গঙ্গা জলে ভাসি।
হে মোর গঙ্গা, দাও বিদায় হে
তানাহলে সব, সর্বনাশী।
(২) ভালবাসি তোমার দুটি চোখ
ভালবাসা তুমি কেমন আছ জানিনা। তারপরও তোমাকে আমি ভালবাসি। জানিনা আগের মত গান কর কিনা তারপরও তোমাকে আমি ভাষি।
জানিনা সেই গঙ্গা পাড়ে স্নান করতে যাও কিনা যেখানে গেলে একটি ফুল ফুটত।আমি যাব একদিন দেখব ফুল ফুটেছে কিনা।যদি না না ফুটে বলব, তুমি নাই কোথাও নাই!
ভালবাসা তুমি সেই পাখি যার কোন নাম নাম নাই। তারপরও তোমাকে আমি খুঁজি, দিন-রাত খুঁজি, তোমার নামের মালা গাঁথি ইত্যবসরে।তুমি আমায় একবার বলে যাও তুমি আমার থাকবে কিনা।
ভালবাসা তুমি দূরন্ত অনামিকা তাইতো ফুল হাসে, বার বার হাসে; সে কথা তুমি বুঝলেনা।