কথা ছিল নীল নদীর তীরে সাঁতার কাটব।
কথা ছিল তাজমহলকে দেখে দেখে কবিতা লিখব।
কথা ছিল এমন একজনকে ভালবাসি বলব যে কোনদিন কাউকে ভালবাসেনি।
কিন্তু কিছুই করা হয়নি।
কেন?
কেউ একজন আমাকে ভালবাসি বলবে বলেও বলেনি।
সে জনার নাম কি সুন্দর জানতে বড় ইচ্ছে করে।
(২) তোমাকে চাই
তুমি যত সুন্দর তত সুন্দর কেউ নয়।তুমি কবিতার মত সুন্দর। তুমি আমাকে একবার ভালবাসি বল আমার দিন অশেষ আনন্দে যাক্।
(৩) তুমি আমার রংতুলি
ফুলটি ফোটেনি।
ফুলটি ফুটবে তুমি আসলে।
তুমি কখন আসবে?
তুমি আসলে একবুক সিঁদুরের রং নিয়ে এসো যেন ফুলটি ভাল করে ফোটে।