(১) তুমি কাশ্মিরী ফুল
তুমি কাশ্মীরের ফুল।
সে ফুল আমি ভালবাসি।
আমি বলি, বার বার তুমি সে ফুল হও।
তুমি বল, হব।
আমি বলি, আমার আনন্দের সীমা নেই।
(২) একটি নাম না জানা কবিতা -৩
আমি পাখি হতে চেয়েছিলাম, হতে পারিনি।
আমি নদী হতে চেয়েছিলাম, হতে পারিনি।
আমি ঝর্ণা হতে চেয়েছিলাম, হতে পারিনি।
কি করলে হব?
কৃষ্ণপুরের ফুল ছুঁলে।
কালই আমি কৃষ্ণপুরের ফুল ছুঁব।
(৩) ভালবাসা নীল নদীর পানি
কাকে ভালবাস?
সর্ণাকে
কেন?
সে গোলাপ ফুল ভালবাসে।
আমিও গোলাপ ফুল ভালবাসব আমাকে ভালবাসবে?
হ্যাঁ বাসব।
তুমি যে আমার কবিতা।