(১) তুমি যে আমার কবিতা -৩৪
এই যে দেখ ফুল ফুটেছে।
ফুল' ফুটেছে কেন?
তুমি এসেছ বলে।
এমনি করে তুমি প্রতিদিন এসো।
তুমি প্রতিদিন আসলে আমার মনে কোন দুঃখ থাকবেনা যে দুঃখের রং নীল।
সে নীল কোথায় যে হারিয়ে যাবে কেউ বলতে পারবেনা।
আমি শুধু তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকব; তুমি যে আমার কবিতা। সে কবিতা আমি বড় ভালবাসি।
সে কবিতা ভালবাসি বলে সব সত্য ; আকাশ সত্য, বাতাস সত্য, সত্য নদীর ঢেউ, এমনকি সাগরের পানিও সত্য যে পানিতে গরু ঘাস খায়না।
(২) তুমি যে আমার কবিতা -৪৪
তুমি যদি তুমি না হয়ে অন্য কিছু হতে, আমি কি করতাম?
আমি মরে যেতাম।
তুমি এখন তুমি, আমি কি করি?
আমি বেঁচে আছি।
তুমি চিরদিন এমনি করে তুমি থেকো।