তুমি একটি ফুল, তোমাকে হাতে লইতে ইচ্ছে হয়।
তোমাকে পেয়ে বলি, সব পেয়েছি।
তুমি যে গান গাও সে গান আমি গাই।
তুমি যে ছবি আঁক সে ছবি আমি আঁকি।
তোমাকে চাই, এর চেয়ে বড় চাওয়া নাই।
তোমাকে আমি হরিণের চামড়া, বাঘের চোখ উপহার দিয়েছিলাম ;সেগুলো কি হারিয়ে ফেলেছ?হারিয়ে ফেললে বোলো আবার উপহার দেব।
আটলান্টিক, প্রশান্ত গভীর। তোমাতে ডুব দিয়ে দেখেছি তুমি তার চেয়েও গভীর।
আগামী ২৮ তারিখ উলানবাটোরে এক অশ্বদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে,তুমি সেখানে থেকো আমাদের সময় অনেক আনন্দে কাটবে।