এই দশ বছরে একটি কবিতাই আমি লিখেছি।
সেটি কি?
তুমি আমার নও।
কেন?
তুমি আমাকে দুঃখ দিয়েছ।
এ দুঃখ দূর হবে কিভাবে?
তুমি আমার হলে।

কবে তুমি আমার হবে?