যেদিন তুমি আমার ছিলে সেদিন আকাশে তারা ছিল।
আজ তুমি আমার নেই আজ আকাশে তারাও নেই।
আবার যেদিন তুমি আমার হবে সেদিন আকাশে তারা ফুটবে।
সেদিনের অপেক্ষায় আছি।
সেদিন আমার অনেক নাম হবেঃ কবিতা, অমায়িকা, সুরঞ্জণা।
তার একটি নাম আমি গ্রহণ করি।
আমাকে অনেক নাম দিয়েছিল ললিতা সেন।
তার একটি নাম আমি ও নামের সাথে যোগ করি।
আমি কাশ্মীরের গোলাপ পছন্দ করি, পছন্দ করি সানফ্রান্সিসকোর রাফলেসিয়া। সবচেয়ে পছন্দ করি তোমাকে। সেটি যদি ফুল হত কোন কথা ছিলনা।