(১) তুমি ছাড়া কিছু ভাল লাগেনা
আলো আর আঁধারের গল্প বলিঃ আলো আঁধারকে ছাড়া বাঁচেনা, আঁধার আলোকে ছাড়া বাঁচেনা।
আমিও তোমাকে ছাড়া বাঁচবনা ; তুমি আমাকে কি দেবে?
তুমি তোমার নাকের নাকফুলটি দিও। তোমার নাকের নাকফুলটি যে সবচেয়ে সুন্দর।
তোমার নাকের নাকফুলটি পেলে সেটি আমি খুব যতনে আমার সিন্ধুকে ভরে রাখব। সেটি থেকে দিনরাত সুঘ্রাণ আসবে।আমি সে সুঘ্রাণ ভোগ করব।
(২)ভালবাসি নীল পদ্ম
তোমার নাম সুন্দর, তোমার নাম মালা। তোমাকে আমি একদিন একটি ফুল দিয়ছিলাম, সেটির কথা মনে রাখনি।
আজ আবার একটি ফুল দিলাম, এটির কথা মনে রেখো।এটির কথা মনে না রাখলে যে আমি মরেই যাব।
(৩) প্রতিশোধ
আমি তিনশ তিন বার তোমার নাম নিয়েছি।
তুমি একবারও আমার নাম নেওনি।
তাতে আমি ভীষণ দুঃখ পেয়েছি।
আমি যদি এথেন্স যাই অ্যাফ্রোদিতিকে সে কথা বলব।
অ্যাফ্রোদিতি যদি তোমার বিচার করে আমি তাকে একটি ফুল দেব।