কেউ আমাকে ভালবাসে কেউ ভালবাসেনা
কেউ কাছে আসে আবার কেউ কাছে আসেনা
তুমি আমার কবে হবে সেকথা বলনা।
দুঃখের ওগো শেষ আছে সুখের কোন শেষ নাই
সেই সুখ আমি শুধু তোমার কাছে চাই
তুমি আমায় একবার বল, তোমার নাই তুলনা।
তোমায় নিয়ে ঘুরব আমি নীল পরীর অচীন দেশ
যেই দেশের সুন্দর আছে, সৌন্দর্যের নাই শেষ
(আমাদের নিয়ে)গল্প,কবিতা, নাটকের থাকবেনা সীমানা।