(১) তুমি আমার ভালবাসা
জানের চেয়ে প্রাণ বড়, প্রাণের চেয়ে মন বড়।সেই মন তুমি আমাকে দাও। সেই মন দিলে বলব ভালবাসি, যে ভালবাসার জন্য আমি হাজার বছর অপেক্ষা করে আছি।
সেই মন কেউ কাউকে দিয়েছিল কিনা জানিনা।তবে দিলরুবা কাঞ্চনকে দিয়েছিল।কাঞ্চনকে দিয়ে দিলরুবা বলেছিল, আমি তোমার জন্য মরতে পারি। শেষ পর্যন্ত দিলরুবা মারা গিয়েছিল এবং কাঞ্চন কেঁদেছিল। আমি তোমার জন্য মরব; তুমি কি আমার জন্য কাঁদবে?
(২) ভালবাসি
দশ বছর নির্বাসনে ছিলাম, ভালবাসা কি জিনিস আমি বুঝি। ভালবাসা হল এমন জিনিস যার জন্য সবাই হাহাকার করে।সে ভালবাসা আমাকে দিয়েছিল কবিতা। কবিতাকে আমি ধন্যবাদ দেই।কবিতা যদি আমাকে ভালবাসা না দিত আমি কি করতাম? মরে যেতাম। কবিতার জন্যই আমি বেঁচে আছি। " কবিতা, তোমার প্রশংসা করার ভাষা আমার জানা নাই "।
(২) আমার প্রেমিকাকে নিয়ে আমার যত চিন্তা ( প্রেমের কবিতা)
আমার জন্মের আগে কে জন্মেছিলেন?
আমার মা।
আমার মায়ের আগে কে জন্মেছিলেন?
আমার দাদা।
আমার দাদার আগে কে জন্মেছিলেন?
আমার দাদার দাদা-
তারও আগে তুমি জন্মেছিলে; তোমাকে আমি ভালবাসি।
তুমি চিরদিন আমার থেকো।
(৪) তুমি আমার নীলাম্বরী পাহাড়
সকাল হলেই সূর্য উঠে।অথচ তুমি আমার নও।
এ কথাটি আমি কাকে জানাব!
তুমি আমার হও -এ কথাটি আমি শর্মিষ্ঠাকে জানাব যে আমার সবচেয়ে আপন।
(৫) তুমি আমার এক গান
বলতো সবচেয়ে সুন্দর সৃষ্টি কি?
ফুল।
সে ফুল সৃষ্টি করে ঈশ্বর হেসেছিলেন।
আজ আবার তিনি হাসছেন।
কারন, আজ তুমি আমার আছ।
এমনি করে তুমি চিরদিন আমার থেকো।
(৬) ফুল ( বিরহের কবিতা)
ফুল দেখলে কি মনে হয়?
কেউ যদি আমাকে ভালবাসত।
আসলে কেউ কি আমাকে ভালবাসে?
না।
তাহলে ফুল কি?
মিথ্যা।
এমন ফুলের যেন আর সৃষ্টি না হয়।