কোনদিন ফুল ফুটেনি আজ ফুটল।
কেন?
আজ তুমি এসেছ।
তুমি আবার কবে আসবে সে কথা বলে যাও।