(১) তুমি আমার ভালবাসা
যদি বলি ভালবাসি ভুল হবে । ভালবাসি আসলে কদম ফুল। তুমি আমাকে সেটি দাওনা, তাইতো তোমাকে ভালবাসিনা।
(২) তুমি আমার ভালবাসা -৯
ফুল দেখলে হাসতে ইচ্ছে করে।
কেন?
ফুল আমার ভাল লাগে।
তুমি আমাকে সে ফুলটি দাও যে ফুলটি সবচেয়ে সুন্দর। সে ফুলটি দেখে আমি মন ভরে হাসব।
(৩) তুমি আছ আকাশে বাতাসে
সেই দিনটির জন্য অপেক্ষা করি যেদিন তুমি আমার হবে।
সেদিন নিশ্চয়ই অনেক ফুল ফুটবে।
সে ফুল" এর নাম কি হবে সেটাই ভাবছি।