যদি আমাকে কেউ প্রশ্ন করত এমন কাউকে ভালবাসবে যার দাঁত নেই, ঠোঁট নেই, চলার শক্তি নেই তাহলে আমি কি বলতাম? অবশ্যই বলতাম, ভালবাসব; কারন ভালবাসা তো ভালবাসাই।
এখন বল তুমি আমাকে সে ভালবাসা দিয়েছ কিনা?
না দাওনি।
তাইতো তোমাকে আমি ভালবাসিনা।
এবার বল সে ভালবাসা তুমি আমাকে কবে দেবে?
আগামী শনিবার যদি দাও তাহলে আমার অনেক ভাল হয় ; কারন, আগামী শনিবার আমার জন্মদিন।
আর যদি রবিবার দাও তাহলে আরো ভাল হয়; কারন, সেদিন আমার মা জন্ম নিয়েছে।
সে ভালবাসা আমি তোমাকে কোনদিন দেবনা।
তাহলে তোমার জন্ম কোনদিনই হয়নি!
(২) লাল শুকনা ফুল
বলতো ভালবাসা কি জিনিস?
ভালবাসা হল এমন জিনিস যা কখনও পৃথিবীতে পাওয়া যায়না।
তাহলে তুমি আমাকে যা দিয়েছ তা কি?
তা হল লাল শুকনা ফুল।
তুমি আমাকে এমন ভালবাসা আর দেবে?
না, দেবনা।
তাইতো তোমাকে আমি ধন্যবাদ জানাই।
এবার বল লাল শুকনা ফুল কোথায় ফেলবে?
লাল শুকনা ফুল গঙ্গা সাগরে ফেলব; কারন, সেখানে কেউ গোসল করেনা
তাহলে সেখানেই ফেল, সেখানে আমি একদিন আমার পায়ের জুতা পরিস্কার করতে গিয়ে ফেলে এসেছি।