(১) মোনালিসা

মোনালিসা নামটি অনেক সুন্দর।
সেটি আমি তোমাকে দিলাম।
তুমি বল, মোনালিসা আবার আসবে।
আমি বলি, প্রত্যহ এসো।


(২) তুমি আমার অনামিকা ফুল


হাজার হোক, তুমি আমার প্রশ্ন।
সে প্রশ্ন, তুমি কার?
তুমি বল, তুমি আমার।
আমি বলি, এমন প্রশ্ন বার বার আমাকে পেয়ে বসুক।

তোমাকে আমি দেখেছি মিরাকলে, তোমাকে আমি দেখেছি বেবিলনে।
সেখানে একটি ফুল ফুটেছিল।
সে ফুলটি আজ নেই।
আমি বলি, সে ফুলটি আবার ফুটুক।

কতকাল তোমার রচনা লিখেছি, কতকাল তোমার গান গেয়েছি।
সেই তুমি আজ আসলে।
আমি বলি, কি পেলুম?
বলি, আকাশের চাঁদ হাতে এলো।

এইভাবে আর গান গেয়োনা, এইভাবে আর সুর ধরোনা।
তুমি অনামিকার সুরে গান গাও।
সে অনামিকা সবচেয়ে সুন্দর।

তুমি যেখানে শোও সেখানে শোয় ডায়না, সেখানে শোয় নীরা।
তাদেরকে সরিয়ে দিয়ে শুধু তুমি সেখানে শুয়ে থাক।

তুমি তাজমহলে গিয়ে একটি ফুল দাও।
সেখানে তোমাকে দেখে সবাই ফুল দিতে থাকবে।

সত্তরের দশকের নায়িকা অলিভিয়া তোমাকে নিয়ে একটি কবিতা লিখেছে।
সেখানে তুমি অনেক সুন্দর হয়ে ফুটে উঠেছ।
তুমি আরও সুন্দর হও তোমাকে নিয়ে সবাই আরো কবিতা লিখুক।