(১) তুমি আমার কনকচাঁপা ফুল

গোলাপ ফুল আর হাসনাহেনা কেউ ভালবাসে কেউ ভালবাসেনা।
আমি ভালবাসি শুধু তোমায়; তুমি আমাকে কি দেবে?
তোমার কানের সোনা দাওনা।

(২)তুমি আমার ভালবাসা ফুল

তুমিও মরেছিলে আমিও মরেছিলাম।
কেন?
আমি তোমাকে ভালবেসেছিলাম।

আজ সে কথা মনে পড়ে।

সে কথা মনে পড়লে ভাবি, আবার যদি মরতাম!