(১) তুমি আমার কলমী ফুল
আজ একটি ফুল, কাল একটি ফুল, শনিবার সবচেয়ে সুন্দর ফুলটি দেব।
শনিবার যেন দ্রুত আসে।
শনিবার এলে বলব, তুমি হাত বাড়িয়ে ফুলটি নাও।
তুমি ফুলের জন্য হাত বাড়াবে, আমি আনন্দে গঙ্গা সাগরে ডুব দেব।
(২) আকাশের চাঁদ ( প্রেমের কবিতা)
আকাশের চাঁদ দেখতেছিলাম।
তখন আমার মনে হল, আকাশের চাঁদ যদি আমার হত।
একজন এসে বলল, আকাশের চাঁদতো তোমার।
তখন আমার আনন্দ আর ধরেনা।
সে আকাশের চাঁদটি কি ছিল?
সেটি ছিল, তুমি আমার ভালবাসা।
সেদিন কেন ফুল ফোটেনি!