যে কথাটি যায়না বলা সে কথাটি তুমি বললে। বললে, ভালোবাসি। এ কথাটি কোথায় রাখি? রাখি যেখানে আমার স্বর্ণ মুদ্রা, জমা রাখি সেখানে।
তোমার কথা অনেক শুনেছি। শুনেছি ডায়নার কাছে, শুনেছি ইতনার কাছে। আজ তুমি এলে। বলি, এ আমার সবচেয়ে সুন্দর ফুল।
তোমাকে দেখতে লন্ডন গিয়েছি, বার্লিন গিয়েছি।কোথাও তুমি নাই। অবশেষে তোমাকে খুঁজে পেলাম খুলনা। বলি, খুলনাই সবচেয়ে সুন্দর।
তাজমহলের মাথার উপরে এক বিরাট শিরোপা শোভা পায়। বলি, সেটি নয় তুমিই সবচেয়ে বড় পুরস্কার।
তোমাকে দেখতে প্যারিস গিয়েছিলাম। সবাই বলে, যদি এ থাকত তাহলে কোনকিছু দরকার হতনা।
পৃথিবীর সবচেয়ে বড় ফুল কি? রাফলেসিয়া।তার একটি দুঃখ সে তোমার মত হতে পারলনা।
হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড। তুমি থাকলে তার নাম হত হাজার ফুলের দেশ।
আর ডি বর্মনের শখ ছিল সুন্দর সুর তোলা। তিনি তুলেছিলেন Fooloka taroka sabka kehna hai । তুমি থাকলে তোমাকেই তিনি সুর হিসেবে বেছে নিতেন।
একটি ফুল একবার হাসে। দুটি ফুল দুবার হাসে। তুমি হাস তিনবার।তোমাকে কি ফুল নাম দেব?