(১) তুমি আমার গোলাপ ফুল
কখন ফুলটি ফুটেছে কেউ জানেনা।
শুধু জানে ফুলটি গোলাপ ছিল।
সে ফুলটি তুমি আমাকে দিয়েছ।
আমার তাতে কি পরিমাণ আনন্দ হচ্ছে আমি কেমন করে বোঝাব!
তুমি আবার যেদিন বেড়াতে যাবে সেদিনও এমন একটি ফুল দিয়ো, আমি যে তোমার কাছে শুধু গোলাপ চাই।
(২) ভালবাস
ভালবাসা কথা বলে
ভালবাসা গায়
ভালবাসা ছবি আঁকে
ভালবাসা ধায়।
তুমি আমাকে ভালবাস।
আমি তোমাকে কি ফুল দেব?
গোলাপ ফুল।
না,না গোলাপ দিলে কম হয়ে যায়, আমি তোমাকে রাফলেসিয়া দেব।