(১) তুমি আমার ফুলের মালা


কাল রাতে বরগুনাতে একটি ফুল ফুটেছে।সেটি অনেক সুন্দর। সেটি আমি  দেখতে গিয়েছিলাম। দেখে মনে হল সেটি যদি তোমাকে দিতে পারতাম।

সেজন্য সেটি আমি সাথে করে নিয়ে এসেছি।

ধর ফুলটি নাও।
আমি এখন ভীষণ আনন্দিত।

(২) হাস্না

ফুল তুমি সুন্দর নও, সুন্দর ঐ হাস্না।

হাস্না তুমি কোথায় যাও?
আমি চাঁদের দেশে যাই।
আমার সাথে একদিন রাত কাটাবে?
হ্যাঁ, কাটাব।
তোমার মত সুন্দর আর কেউ হয়না।