(১) তুমি আমার বনলতা সেন
আমি তোমাকে ভালবাসি।
তুমি আমাকে ভালবাসনা।
তুমি আমাকে ভালবাসবে কি করলে?
একটি ফুল দিলে।
ধর ফুলটি নাও।
(২) সুরঞ্জনা
কাল রাতে একটি ফুল ফুটেছিল।
সে সুরঞ্জনার কথা বলেছে।
সেই সুরঞ্জনা আমাকে ভালবাসেনা।
আাহা, কি দুর্ভাগ্য।
সুরঞ্জনা যদি আমার থাকত আকাশ, পাহাড়, নদী কিছুকেই কিছু মনে হতনা।
সুরঞ্জনা কবে আমার হবে?