তোমাকে একটি কবিতা লিখেছিলাম।সে কবিতায় তুমি অনেক সুন্দর করে ফুটে উঠেছ।বলি,আরও সুন্দর করে ফুটে উঠলেনা কেন?
তোমাকে নাম দিয়েছি ভালবাসা, নাম দিয়েছি অনন্যা।সেই তুমি আজ আসলে ; যেন আকাশের চাঁদ হাসল।
এক কলমে লেখা যায়না।দশ কলমে লিখতে হয়।তোমাকে দেখলে হাজার কলমে লেখার ইচ্ছা জাগে।
তুমি একবার হাসলে একটি ফুল ফোটে। হাজার বার হাসলে কয়টি ফুল ফুটবে?
লিলি ফুলের দেশ কানাডা। সেটি তোমার নাম। তুমি থাকলে আরও একটি নাম তাকে পেয়ে বসত।
ইন্টারনেটে হাজার হাজার ফুল ভাসে। তুমি থাকলে সব বাদ দিয়ে তোমাকেই সবাই দেখত।
তুমি হাসলে ডায়না চেয়ে থাকে, তুমি হাসলে চয়নিকা চেয়ে থাকে।তুমি আবার হাস, দেখি কে চায়?
আমি হাসতে যাই, খেলতে যাই তোমাকে ভাবি।বলি, তুমি যদি প্রতি মিনিটে আমাকে শুভেচ্ছা জানাতে তাহলে কেমন হতো?
তুমি হাজার ফুলের একটি তোড়া দিয়ে আমাকে শুভেচ্ছা জানাও।বলি,আমার একটি দিন চন্দ্রের মত কেটেছে।
আমি এখন ধ্যানে বসব ; তোমার ধ্যান করব।বলব, সবচেয়ে সুন্দর ফুলটি আমার হয়েছে।
তোমাকে আবার দেখব ; আবার হাসব। বলব, এ হাসি আমার 'সবচেয়ে সুন্দর '।