(১) তোমার ভালবাসা চাই
তুমি আমাকে ভালবাসি বললে আমার কিছু মনে থাকেনা।
এমনকি মনে থাকেনা সবচেয়ে সুন্দর ফুলের নামও।
কারন, তোমার ভালবাসা অনেক সুন্দর।
তুমি এ ভালবাসা আমাকে বার বার দিও।
(২) শুধু তোমাকে চাই
কাল কি হয়েছে জানিনা।
আজ ফুল ফুটেছে।
সে ফুলটি তোমার নাম।
তুমি আমাকে একবার ভালবাসি বল আমি সাতবার মরতে চাব।