রক্তজবাকে বলেছি, তুমি আর হেসোনা। রক্তজবা তার পরও হাসল। তাতে আমার তার কথা মনে পড়ল।
এখন আমার কিছু ভাল লাগেনা। এখন শুধু তাকে দেখতেই ইচ্ছে করে। সে কখন আসবে সে প্রতীক্ষায় দিন যায়।
সে আসলে এ পৃথিবী আর এ পৃথিবী থাকতনা হত অন্য পৃথিবী। সে পৃথিবী আনন্দের খোরাক হত।