(১)তোমার নাচ
যখন হাস ভাল লাগে।
যখন গাও ভাল লাগে।
সবচেয়ে বেশি ভাল লাগে যখন নাচ; তুমি কেন বেশি করে নাচনা?
বেশি করে নাচলে সবচেয়ে সুন্দর ফুলটি উপহার দেব যেটি আমি হাজার বছর ধরে জমা রেখেছি।
বেশি করে নাচলে আমি আর সাংহাই যাবনা শুধু তোমার নাচ দেখব।আকাশের তারা বলবে এত সুন্দর নাচ দেখেছ আমাকে কি দেবে? আমি তাকে জীবনানন্দের বনলতা সেন কবিতাটি পড়ে শোনাব।
তোমার নাচ দেখলে আমার কিছু ভাল লাগেনা শুধু তোমার দিকেই চেয়ে থাকতে ইচ্ছে করে। তোমার নাচ যেন আরো সুন্দর হয় বিধাতার কাছে সে প্রার্থনা করি।
তুমি সকাল বিকাল তিন বেলা নাচবে আর বলবে আমার ভালবাসার জন্য নাচচি এ আমার কম পাওয়া কি?
(২) তুমি আমার সুন্দর
হাজার বছর আগে জন্ম নিয়েছিলেন রবীন্দ্রনাথ।
তিনি বলেছিলেন ফুল সুন্দর।
ফুল আজও সুন্দর।
ফুল কেন সুন্দর?
তুমি দেখ তাই।
আমি তোমাকে চিরদিন দেখব।
(৩) সুরঞ্জনা -৪
ফুল সুন্দর ফুলের প্রশংসা করি।
সবচেয়ে বেশি প্রশংসা করি সুরঞ্জনার যে সুরঞ্জনা আমাকে ভালবাসে।
সুরঞ্জনা তুমি চিরদিন আমার থেকো আমি তোমাকে নিয়ে কবিতা লিখব।