( ১)তোমার জন্য মরতে পারি

তোমাকে আমি ভালবাসি এ কথা কি ছিল ?
সত্য।
তোমাকে আমি ভালবাসব?
এ কথা কি?
সত্য।

সবচেয়ে বড় সত্য কি?
তোমাকে ছাড়া আমি বাঁচবনা।
সেদিনটি কখন আসবে?

(২) তোমাকে

যেদিক পানে চাই তোমায় দেখতে পাই।
অথচ তুমি আমার নয়, আমার দুঃখে দিন যায়।
তুমি যেদিন আমার হবে সেদিন সুখে দিন যাবে।
তুমি কবে আমার হবে?

(৩) পদ্ম ফুল

পদ্ম ফুল কে না ভালবাসে?
পদ্ম ফুল সবাই ভালবাসে।

আমাকে সবচেয়ে সুন্দর পদ্ম ফুলটি দিয়েছিল আরক্তিম ( একজনের নাম),  আরক্তিমকে আমি অনেক ভালবাসি।