আজ একটি ফুল ফুটেছে যা অনেক সুন্দর।
সে ফুলটি আমি তোমাকে দেব।
তুমি বলো, ভালবাসি।
আমি সে ফুলটি নেব।
তোমার জন্য কেঁদেছি, তোমার জন্য হেসেছি।
সেই তুমি আজ আসবে বলছ; আমার কি যে ভাল লাগছে আমি কেমন করে বোঝাব!
এমনি করে তুমি চিরদিন এসো।
(২) তুমি আমার রক্তগোলাপ
আকাশ দেখতে ভাল লাগে তাইতো আকাশের দিকে তাকাই।
পাথার দেখতে ভাল লাগে তাইতো পাথারের দিকে তাকাই।
সবচেয়ে বেশি ভাল লাগে তোমাকে।
সেই তোমাকে কি করব?
সর্বক্ষণ চেয়ে থাকব।
সেই মুহূর্তটি কখন আসবে?