(১) তোমার হাসি -১

তুমি যখন হাস তোমার দিকে চেয়ে থাকতেই ইচ্ছা হয়।
তোমার এত সুন্দর হাসির কারন কি?
তোমার এ হাসির কারন জানতে পারলে আমি জাপান যেতাম যেখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে।

(২) তোমার হাসি-২

তোমার হাসি দেখলেই আমার গোলাপ ফুল দেখতে ইচ্ছে করে।
কেন?
তোমার হাসি অনেক সুন্দর।
তুমি এমন একটি হাসি আবার কবে হাসবে?